রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন

ক্রীড়া প্রতিবেদক
  ১৮ মে ২০২৩, ০০:০০

ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে ৪ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। বুধবার দিলিস্নতে 'দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ' অভিহিত টুর্নামেন্টের ড্রও হয়ে গেছে। দিলিস্নতে সাফের ড্রতে অংশ নেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ।

'বি' গ্রম্নপে লেবানন র্(যাংকিং ৯৯) ও বাংলাদেশ (১৯২) ছাড়াও আছে দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ (১৫৪) ও ভুটান (১৮৫)। অন্যদিকে 'এ' গ্রম্নপে ভারত (১০১) ছাড়াও রয়েছে কুয়েত (১৪৩), নেপাল (১৭৪) ও পাকিস্তান (১৯৫)। বেঙ্গালুরুতে ৪ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। দুই আসর পর পাকিস্তান এবারের সাফে অংশ নিচ্ছে। টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে লেবাননের। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ ও লেবানন সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১১ সালে। ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে বৈরুতে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে