শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আদালতের লিখিত নির্দেশ পেলেই তদন্তে যাবে দুদক

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ মে ২০২৩, ০০:০০

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) নিয়ে তদন্তের প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে আদালতের লিখিত নির্দেশের অপেক্ষায় আছে সরকারি এ প্রতিষ্ঠান। ফিফার অর্থ বরাদ্দ নয়, দুদক তদন্ত করবে বাফুফে কীভাবে সরকারের দেওয়া অর্থ খরচ করে, তা নিয়ে। এসব বিষয় জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

ফিফার নিষেধাজ্ঞার পর থেকেই টালমাটাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাধারণ সম্পাদককে দুই বছর নিষিদ্ধ করলেও এখনো ফেডারেশনের ওপর তীক্ষ্ন দৃষ্টি আছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার। সে কারণেই হয়তো নিজেদের পিঠ বাঁচাতে নিজেরাই একটা তদন্ত কমিটি করেছে বাফুফে।

খুরশীদ আলম বলেন, 'বাংলাদেশ সরকার থেকে বাফুফেকে যে অর্থ দেওয়া হয় বা বাফুফে বিভিন্ন সংস্থা থেকে যে টাকা পায়, সেটা তারা কীভাবে খরচ করে, দুদক সেটা নিয়ে তদন্ত করবে। ফিফা যে টাকা দিয়েছে, সেটা নিয়ে দুদক তদন্ত করার এখতিয়ার রাখে না। কারণ আপনারা জানেন, ফিফা বাইরের কোনো শক্তিকে হস্তক্ষেপ করতে দেয় না। এটা ওদের ইথিক্সে নেই।'

এখনো আদালতের পূর্ণ আদেশের অপেক্ষায় আছে দুদক। লিখিত রায় হাতে পেলেই শুরু হবে তদন্ত কাজ। এ সম্পর্কে খুরশীদ আলম বলেন, 'দুদক প্রাথমিক কাজ শুরু করে দিয়েছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে গেলে আদালতের লিখিত আদেশ লাগবে। সেই আদেশ দুদক এখনো পায়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে