রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

হকি দলে আসছে কোরিয়ান কোচ

ক্রীড়া প্রতিবেদক
  ১৯ মে ২০২৩, ০০:০০

চীনের হাংজু শহরে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস। যেখানে অংশ নেবে বাংলাদেশ জাতীয় হকি দল। এ লক্ষ্যে আগামী মাসেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। গেমস সামনে রেখে দক্ষিণ কোরিয়ান কোচ ইয়ং কিউ কিমকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ। ৫৪ বছর বয়সি এই কোচ বাংলাদেশ হকিতে পরিচিত মুখ। গত ডিসেম্বরে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি হকি লিগে রুপায়ন সিটির কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

কোচ নিয়োগ প্রসঙ্গে মমিনুল হক সাঈদ বলেছেন, 'আমরা কোরিয়ান কোচকে চূড়ান্ত করেছি এশিয়ান গেমসের জন্য। আশা করি, আগামী ১৫ জুনের মধ্যে তিনি ঢাকায় চলে আসবেন। তারপর জাতীয় দলের অনুশীলন শুরু করবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে