রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আইপিএলে পেস্ন-অফের দৌড়ে ৬ দল

ক্রীড়া ডেস্ক
  ১৯ মে ২০২৩, ০০:০০

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষের লড়াই। এবারের আসরের আর মাত্র ছয়টি ম্যাচ বাকি থাকলেও নিশ্চিত না পেস্ন-অফের চার দল। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৯ জয়ে পেস্ন-অফ নিশ্চিতের আভাস দিয়ে রেখেছে গুজরাট টাইটান্স। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ছাড়া আর কোনো দলই নিশ্চিত না। তবে পেস্ন-অফের দৌড়ে এখনো টিকে রয়েছে ছয় দল।

এদিকে গত বুধবার পাঞ্জাব কিংসকে হারিয়ে এ লড়াই আরও জমিয়ে তুলেছে এরই মধ্যে পেস্ন-অফের লড়াই থেকে ছিটকে যাওয়া দিলিস্ন ক্যাপিটালস। আর এতে পেস্ন-অফের দৌড়ে বাড়তি সুবিধাই পাচ্ছে অন্য দলগুলো।

দিলিস্নর সঙ্গে হেরে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের আটে চলে গেছে পাঞ্জাব। গ্রম্নপ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে প্রীতি জিনতার দল। আর সমান ম্যাচে ১২ পয়েন্টে নেট রানরেটে এগিয়ে থেকে টেবিলের ছয়ে গত আসরের রানার্স-আপ দলটি। তাই শেষ ম্যাচে যে দলই জিতুক না কেন, ১৪ পয়েন্টের বেশি হচ্ছে না কোনো দলেরই পয়েন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে