রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আইপিএল ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তের সময় জানালেন ধোনি

ক্রীড়া ডেস্ক
  ২৫ মে ২০২৩, ০০:০০

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মঙ্গলবার রাতে মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাট করতে ক্রিজে যান, বরাবরের মতোই উঠেছে 'ধোনি' 'ধোনি' রব। চেন্নাই সুপার কিংসকে দশমবার ফাইনালে তুলেছেন ধোনি। পঞ্চমবার ট্রফি জয়ের হাতছানি তার সামনে। কারও কারও ধারণা, এবার চ্যাম্পিয়ন হয়েই আইপিএল থেকে অবসরে যাবেন উইকেটকিপার ব্যাটার। কিন্তু এই টুর্নামেন্টে নিজের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে চান না তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে পেস্ন অফ জিতে ফাইনালে চেন্নাই। চেপুকে মৌসুমের শেষ হোম ম্যাচ খেলা ধোনিকে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে পুরস্কার বিতরণী মঞ্চে বলেন, 'আমি জানি না। সিদ্ধান্ত নিতে আমার হাতে আট, নয় মাস আছে। ডিসেম্বরের দিকে ছোট নিলাম হবে। তাহলে এখনই কেন মাথাব্যথা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট সময় আছে।' ভারতের টি২০ ও ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক চেন্নাইয়ের সঙ্গেই থাকবেন, 'আমি সবসময় চেন্নাইয়ের সঙ্গে আছি, সেটা হোক খেলোয়াড় হিসেবে বা অন্য কোনও দায়িত্বে। আমি সত্যিই জানি না। জানুয়ারি থেকে ঘরের বাইরে, মার্চ থেকে অনুশীলন করছি, দেখা যাক।' হাঁটুর সমস্যা নিয়ে এবারের আইপিএলে খেলছেন ধোনি। বিটুইন দ্য উইকেটে রান নিতে অস্বস্তিবোধ ছিল। এ ছাড়া প্রায় প্রতি ম্যাচে দর্শকরা তাকে যেভাবে সমর্থন দিয়ে গেছেন, মনে হচ্ছিল এই আইপিএলই শেষ! লিগ পর্বে সবশেষ হোম ম্যাচেও 'ল্যাপ অব অনার' দেওয়া হয় তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে