রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আফগান সিরিজে মনের মতো উইকেট পাচ্ছে টাইগাররা!

ক্রীড়া প্রতিবেদক
  ২৬ মে ২০২৩, ০০:০০

আগামী মাসের ১০ জুন একটি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ফরম্যাটে বাংলাদেশের স্মৃতিটা খুব একটা সুখের নয়। ২০১৯ সালে চট্টগ্রামের মাঠে আফগানদের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবারও ঘরের মাঠে তাদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লিটন-মুশফিকরা।

চট্টগ্রামের মাটিতে সেই টেস্টে সাকিব আল হাসানের দল খেলেছিল স্পিন উইকেট বানিয়ে। পরে নিজেদের সেই পরিকল্পনায় নিজেরাই ধরা খেয়ে বসেছিল টাইগাররা। এবারের টেস্টে উইকেট কেমন হবে জানতে চাইলে অবশ্য বাশার স্পষ্ট করলেন না নিজেদের পরিকল্পনা।

সিরিজ শুরুর আগে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, স্বাগতিক হিসেবে নিজেদের পছন্দমতোই উইকেট তৈরি করা হবে। গতকাল মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচকে নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে।

বাশার বলেন, 'আমাদের তো পরিকল্পনা আছেই। আমরা কেমন উইকেট চাই সেটা আমাদের মধ্যেই থাকুক। অবশ্যই কোনো খেলার আগে তো আমরা ডিসক্লোজ করব না। মিরপুরের উইকেট কেমন হতে পারে না পারে সে সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে। সেভাবেই আমাদের মনের মতো করে উইকেট তৈরি করা হচ্ছে।'

আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ দলে কোন ক্রিকেটাররা থাকবেন সেটা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আফগানিস্তানের বিপক্ষে সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হবে বলেও জানান সুমন। তিনি বলেন, 'চমক বলতে আসলে তেমন কিছু নেই। টেস্ট দলটা করব অবশ্যই যে দলটা জিততে পারে। সম্ভাব্য সেরা খেলোয়াড়দের নিয়েই দল গঠন করা হবে।'

সাকিবের না থাকা নিয়ে তিনি বলেন, 'সাকিব না থাকলে আমাদের একটা পেস্নয়ার কমে যায়। সাকিব-মুশফিক দুইজন থাকলে একটা বাড়তি সুবিধা পাই। হয় আমরা একটা বাড়তি ব্যাটার নিয়ে খেলতে পারি অথবা একজন বোলার বেশি নিয়ে খেলতে পারি।'

টাইগারদের এই নির্বাচক আরও বলেন, 'কন্ডিশন অনুযায়ী সেটা আমরা করে থাকি। ওর না থাকাটা স্টেপ ব্যাক। বিশ্ব ক্রিকেটে খুব কম ক্রিকেটারই আছেন যারা ব্যাটিং-বোলিং করে দলে আসতে পারে। সাকিবের ব্যাটিং-বোলিং আমরা মিস করব।'

এদিকে আফগানিস্তানের বিপক্ষে ২০১৯ সালের সেই হারের স্মৃতি নিয়ে বাশার বলেন, 'আমরা এখন অনেক আত্মবিশ্বাসী। আফগানিস্তান খুব ভালো দল। তাদের সঙ্গে শেষ টেস্ট ম্যাচ আমরা ভালো খেলি নাই। আমরা হেরেছিলাম। বাট এবারের ম্যাচটাতে অবশ্যই ভালো খেলতে চাই। আমার মনে হয় এখন দলটা অনেক বেশি আত্মবিশ্বাসী। কোন উইকেটে খেলতে চাই, কোন উইকেটে খেলা উচিত আমরা পরিষ্কার। কাজেই যে সিদ্ধান্ত নেই, আমাদের অসুবিধা হবে না।'

শাহাদাত দিপুকে মনে ধরেছে নির্বাচকদের

ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সিরিজে বেশিরভাগ ব্যাটারই ব্যর্থ। বিশেষ করে লাল বলের মেজাজ অনুযায়ী খেলতে পারেননি জাকির হাসান, আফিফ হোসেনরা। তবে অনেকের ভিড়ে নিজেকে আলাদা করেছেন শাহাদাত হোসেন দিপু। তাকে বেশ মনে ধরেছে নির্বাচক হাবিবুল বাশার সুমনের।

ক্যারিবিয়ানদের বিপক্ষে চলমান চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে দলের বিপর্যয়ে একা হাল ধরেন ডানহাতি দিপু। কঠিন উইকেটে চোয়ালবদ্ধ দৃঢ়তায় খেলেন ১২৪ বলে ৭৩ রানের ইনিংস।

দ্বিতীয় ইনিংসেও করেন ফিফটি। আউট হওয়ার আগে ৬৮ বলে করেন ৫০ রান। ক্যারিবিয়ান পেসারদের বাউন্স-মুভমেন্টে দেখার মতন ছিল তার টিকে থাকার নিবেদন। দুই ইনিংস দিয়েই আপাতত টেম্পারমেন্টের পরীক্ষায় পাস মার্কস পাচ্ছেন তিনি।

দিপুর প্রসঙ্গে বেশ উচ্ছ্বাস তার, 'তাকে দেখে গুছানো মনে হয়েছে। দীর্ঘ পরিসরে যে রকম ব্যাট করতে হয়, দিপুকে মনে হয়েছে সেরকম। খুব গোছানো, টেকনিকও খুব ভালো। ওর ব্যাটিং মুগ্ধ করার মতো।'

গত বুধবার সিলেটে দিপুর ব্যাটিংয়ের প্রশংসা করেন আরেক নির্বাচক আব্দুর রাজ্জাকও।

হাবিবুল জানান, সিলেটে ব্যাটারদের পরীক্ষা করতে উইকেট রাখা হয়েছিল ঘাস। সেই পরীক্ষায় উৎরে গেছেন দিপু, 'উইকেটটা কিন্তু অত সহজ ছিল না। কারণ, সিলেটে দুই ম্যাচেই ৬ মিলি ঘাস রেখেছি। বেশ সিমিং কন্ডিশন। এই কন্ডিশনে কে কেমন ব্যাটিং করে দেখার বিষয় ছিল। দিপু তো ভালো ব্যাটিং করছে অনেক দিন ধরেই। আমাদের প্রথম শ্রেণিতেও ভালো ব্যাট করেছে। এভাবে চালিয়ে যেতে পারলে ভালো খেলোয়াড় হতে পারে আগামীর জন্য।'

দিপু ভালো করলেও আফিফ হোসেন, জাকির হাসানদের নিয়ে হতাশা আড়াল করেননি তিনি, 'প্রত্যাশা বেশি ছিল। এই দলে কিন্তু বর্তমান (জাতীয় দলের) খেলোয়াড় আছে। তাদের কাছে চার দিনের ম্যাচে প্রত্যাশা বেশি ছিল। অবশ্যই তাদের কাছ থেকে যথেষ্ট পাইনি।'

ছুটি শেষ করে আগামী মাসের শুরুতে ফিরবেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল দেওয়া হতে পারে তখনই।

১৪ জুন মিরপুর শেরেবাংলায় একমাত্র টেস্টে মুখোমুখি হবে দুই দল। টেস্ট খেলার পর ভারতে সিরিজ খেলতে যাবে আফগানিস্তান। ভারত থেকে এসে ঈদুল-আজহার পর ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে দুই দল। আয়ারল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে তর্জনীতে চোট পাওয়া সাকিব ফিরতে পারেন ওয়ানডে ও টি২০তে।

টেস্টের দল দেওয়া হতে পারে এই মাসের শেষে। ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সিলেটে চলমান আন-অফিসিয়াল টেস্ট সিরিজেও চোখ রাখছেন নির্বাচকরা। ইয়াসির আলী রাব্বী-মুমিনুল হক-নুরুল হাসান সোহানরা খেলবেন শেষ ম্যাচে। এরপরই আসতে পারে দলের ঘোষণা।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দেখায় হেরেছিল বাংলাদেশ। সবকিছু মিলিয়ে ঘরের মাঠে সাদা পোশাকের এই লড়াইয়ের আগে কিছুটা চাপে বাংলাদেশ। তার মাঝে যোগ হয়েছে সাকিবের না থাকা। তবে বাশার মনে করছেন বাংলাদেশ এখন অনেক আত্মবিশ্বাসী। প্রথম হারের তিক্ত স্বাদ লক্ষ্য শুধু আফগান বধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে