রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আবারও মুখোমুখি আবাহনী-মোহামেডান

আজ জিতলেই নতুন ইতিহাস বসুন্ধরার
ক্রীড়া প্রতিবেদক
  ২৬ মে ২০২৩, ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি আকর্ষণীয় দিন আজ। একই দিনে তিনটি ম্যাচ। এর মধ্যে দু'টি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সবগুলো ম্যাচই হবে বিকাল ৪টায়। কুমিলস্নায় ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী-মোহামেডান। বসুন্ধরা স্পোর্টস কমপেস্নক্সে শেখ রাসেল ক্রীড়াচক্র খেলবে বসুন্ধরা কিংসের বিপক্ষে। এই ম্যাচে ৩ পয়েন্ট অর্জন করতে পারলেই লিগের পরপর চারটি শিরোপার মালিক হয়ে নতুন ইতিহাস গড়বে বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলবে তলানীতে থাকা নবাগত আজমপুর এফসি উত্তরা।

কুমিলস্নার এই ভেনু্যতেই আগামী ৩০মে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান। এর আগে আরও একটি ঐতিহ্যবাহীর লড়াই। কুমিলস্নার দর্শকদের তাই দারুণ আনন্দ, মাত্র তিন দিনের ব্যবধানেই দুইবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সৌভাগ্য হচ্ছে তাদের। ম্যাচটি একদিকে যেমন দুই দলের মর্যাদার লড়াই। অন্যদিকে আবাহনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের উপরও অনেকটা নির্ভর করছে প্রিমিয়ার লিগটা কোনো অবস্থানে থেকে শেষ করবে আবাহনী। এখন পর্যন্ত শিরোপার আশা বেঁচে আছে। আজ বসুন্ধরা হোঁচট খেলে এবং আবাহনী জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে সুযোগ থাকবে তাদেরও। পয়েন্ট টেবিল অনুযায়ী এক নজরে দেখে নেয়া যাক চ্যাম্পিয়ন-রানার্স আপ হওয়ার লড়াইয়ে এখনো কারা টিকে আছে। শীর্ষে থাকা দল বসুন্ধরার আছে ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট। যেহেতু প্রতিটি দল ২০টি করে ম্যাচ খেলবে তাই এখনো তাদের চার ম্যাচ বাকি। আবাহনীরও ১৬ ম্যাচ তাদের আছে ৩৩ পয়েন্ট। তাই নিজেদের শেষ চারটি ম্যাচ জিততে পারলে তাদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ৪৫। কিংস আজ ৩ পয়েন্ট অর্জন করতে পারলে তাদের ৪৬ পয়েন্ট হয়ে যাবে। যেটি এবার প্রিমিয়ার লিগের আর কোনো দলের পক্ষেই অর্জন করা সম্ভব হবে না। যেহেতু এখনো আবাহনীর সর্বোচ্চ ৪৫ পয়েন্ট অর্জনের সুযোগ রয়েছে তাই কোনো কারণে শিরোপা হাতছাড়া হয়ে গেলেও রানার্স আপ হবার বড় দাবিদার হবে তারা। তৃতীয় স্থানে থাকা পুলিশ ফুটবল ক্লাবের ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট। শেষ চারটি ম্যাচ তারা জিততে পারলে তাদের হবে ৩৫ পয়েন্ট। সে ক্ষেত্রে আজ আবাহনী জিতে গেলে (৩৬ হবে) আর রানার্স আপ হবার রেসেও থাকতে পারছে না পুলিশ। চতুর্থ স্থানে থাকা মোহামেডান এক ম্যাচ কম খেলে সংগ্রহ করেছে ২২ পয়েন্ট। তাই আজকের ম্যাচ পর্যন্ত রানার্স আপ হবার সম্ভাবনা তাদেরও থাকছে। কারণ শেষ পাঁচ ম্যাচে জিততে পারলে তাদের হবে ৩৭ পয়েন্ট। শেখ রাসেলের সমান ম্যাচে সমান পয়েন্ট হওয়ায় তাদের ক্ষেত্রেও একই সমীকরণ প্রযোজ্য। ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা শেখ জামালের কাগজে-কলমে এখনো আবাহনীর সমান ৩৩ পয়েন্ট অর্জন করার সুযোগ থাকলেও গোলগড়ে অনেক এগিয়ে ঢাকা আবাহনী। বসুন্ধরা স্পোর্টস কমপেস্নক্সে মাত্র তিনদিন (মঙ্গলবার) আগেই শেখ রাসেল মোকাবেলা করেছিল কিংসদের। ফেডারেশন কাপের স্থান নির্ধারণী সেই ম্যাচের প্রায় পুরোটা লিড ধরে রেখেও শেষে ৫ মিনিটে দুই গোল হজম করে চতুর্থ হয়েছিল রাসেল। আজ লিগের ম্যাচে একই ভেনু্যতে তাদের সুযোগ থাকছে প্রতিশোধ নেয়ার। কিংস এ্যারেনার মাঠটিকে রাসেল-বসুন্ধরা উভয় দলই হোম ভেনু্য হিসেবে ব্যবহার করে থাকে। এর আগে ২০১৭-১৮ মৌসুম থেকে পর পর তিনটি লিগের শিরোপা জিতেছে বসুন্ধরা। এবারেরটা জিততে পারলে এটি হবে তাদের টানা চতুর্থ শিরোপা। এর আগে ঢাকা আবাহনী লিগের ৬ টি শিরোপা জিতলেও পর পর চার শিরোপা জিততে পারেনি। তবে স্বাধীনতার আগে ৫০ এর দশকে ঢাকা লিগে ৭ শিরোপাজয়ী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব পরপর ৪টি শিরোপা জিতেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে