রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

মর্যাদার লড়াইয়ে আবাহনী মোহামেডানের ড্র

আর তিন দিন পরই কুমিলস্নার দর্শকরা আরও একটি আবাহনী-মোহামেডান দ্বৈরথ দেখতে পারবেন। সেটি ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। দীর্ঘ ১৪ বছর পর আবারও এই টুর্নামেন্টের ফাইনালে লড়াই করবে এই দুই দল
ক্রীড়া প্রতিবেদক
  ২৭ মে ২০২৩, ০০:০০

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে জয় পায়নি কেউই। শুক্রবার কুমিলস্নার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে লড়াইটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়। আর তিনদিন পরই কুমিলস্নার দর্শকরা আরও একটি আবাহনী-মোহামেডান দ্বৈরথ দেখতে পারবেন। সেটি ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। দীর্ঘ ১৪ বছর পর আবারও এই টুর্নামেন্টের ফাইনালে লড়াই করবে এই দুই দল। অন্যদিকে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারায়

এএফসি উত্তরাকে।

৩ পয়েন্ট পেলেই প্রিমিয়ার লিগের শিরোপা বসুন্ধরার। ঢাকা আবাহনী যখন কুমিলস্নাতে মোহামেডানের বিপক্ষে লড়াই করছে। কিংস তখন ঢাকাতে খেলছে শেখ রাসেলের বিপক্ষে। এই ম্যাচে একদিকে যেমন কিংসের শিরোপার ভাগ্য নির্ভর করছিল অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ঢাকা আবাহনীরও শিরোপা জেতা-না যেতার সম্ভাবনা নির্ভর করছিল। যে কারণে দূরে থেকেও কিছুটা চাপের মধ্যেই মোহামেডানের বিপক্ষে লড়াইয়ে নামতে হয়েছে আবাহনীকে। কুমিলস্নায় আবাহনী-মোহামেডানের লড়াইয়ে প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটই ছিল গোলশূন্য। তবে ইনজুরি টাইমে লিড নেয় মোহামেডান। ৪৫+২ মিনিটে বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়েছিলেন মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে। তাকে অবৈধভাবে বাধা দেন আবাহনীর ফুটবলার ইউসুফ। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। দারুণ স্পট কিকে গোল আদায় করে নেন সুলেমান দিয়াবাতে (১-০)। লিডে থেকেই বিশ্রামে যায় সাদা-কালোরা। ম্যাচের ৮৩ মিনিটে ম্যাচে সমতা আনে আকাশী-নীলরা। আবাহনীর এই গোলটিও এসেছে পেনাল্টি থেকেই। এলিটা কিংসলের স্পট কিক কাঁপিয়েছে সাদা-কালোদের জাল (১-১)। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি দুই দলের কেউই। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ঢাকা আবাহনী। ২৩ পয়েন্ট নিয়ে গোলগড়ে পুলিশ ফুটবল ক্লাবকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে আসল মোহামেডান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে