রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা মইন আলির

ক্রীড়া ডেস্ক
  ১৯ জুন ২০২৩, ০০:০০
মইন আলি

অবসর ভেঙে টেস্ট ক্রিকেটে ফেরার ম্যাচেই শাস্তি পেলেন মইন আলি। আম্পায়ারের অনুমতি ছাড়া 'হাত শুকানোর স্প্রে ব্যবহার করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হলো ইংলিশ অলরাউন্ডারকে। আইসিসির আচরণবিধির ২.২০ ধারা ভাঙার অভিযোগ মইনের বিরুদ্ধে, যা খেলাটির চেতনার পরিপন্থী আচরণের সঙ্গে সম্পর্কিত। এর প্রেক্ষিতে রোববার তার শাস্তির কথা জানায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা।

জরিমানার সঙ্গে মইনের নামের পাশে যোগ করা হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এজবাস্টনে চলমান অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শনিবার এই কান্ড ঘটান মইন। অস্ট্রেলিয়ার ইনিংসে ৮৯তম ওভারের সময় বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ডান হাতে কিছু একটা লাগাতে দেখা যায় তাকে। আইসিসির বিবৃতি অনুযায়ী, যা ছিল হাত শুকানোর কোনো স্প্রে। আর সেটা কেবল মইনের হাতের আঙুলেই প্রয়োগ করা হয়েছিল। বলের আকৃতি পরিবর্তন করতে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে