রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

পরবর্তী ম্যাচে আরও ভালো করার লক্ষ্য মোরসালিনের

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ নভেম্বর ২০২৩, ০০:০০

লেবাননের বিপক্ষে একটি পয়েন্ট পেল বাংলাদেশ। আর সেটা সম্ভব হলো সেই মোরসালিনের জন্যই, মদ কান্ডে জাতীয় দলের দরজা বন্ধ হতে যাচ্ছিল যার। বড্ড অস্বস্তিকর সময় পার করছিলেন বাংলাদেশের এই তরুণ ফরোয়ার্ড। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করে আবার আলোয় ফিরলেন মোরসালিন।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে শক্তিশালী লেবাননকে ১-১ গোলে রুখে দেয় বাংলাদেশ। পিছিয়ে পড়া দলকে দারুণ গোলে সমতার স্বস্তি এনে দেন মোরসালিন। কার্ডের খাড়ায় এ ম্যাচে খেলা হয়নি আক্রমণভাগের সেরা তারকা রাকিব হোসেনের। মোরসালিনের কাঁধে তাই পড়েছিল বাড়তি দায়িত্ব। ৭২তম মিনিটে বক্সের বাইরে থেকে ঠান্ডা মাথার কোনাকুনি শটে প্রত্যাশার প্রতিদান দেন তিনি। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় তার কণ্ঠেও ফুটে উঠল দুঃসময় কাটানোর স্বস্তি, 'আসলে রাকিব ভাই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, হলুদ কার্ডের কারণে সে এই ম্যাচে ছিল না। এ কারণে আমাদের ওপর একটু চাপ ছিল, আমরা চেষ্টা করেছি চাপ সুন্দরভাবে পার করে অন্ততপক্ষে ভালো একটা ফল নিয়ে যেন মাঠ ছাড়তে পারি। যাই হোক আমরা ১ পয়েন্ট পেয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিলস্নাহ। যে কারণেই হোক, দুইটা ম্যাচে ছিলাম না, কিন্তু আমার লক্ষ্য ছিল, যখনই মাঠে নামব, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবারই লক্ষ্য ছিল শতভাগের চেয়েও বেশি দেওয়ার। তারপরও অনেকগুলো ভুল হয়েছে, চেষ্টা করব পরবর্তীতে যেন আর না হয়।'

'আই' গ্রম্নপের সবচেয়ে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরে বাছাইয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ এ ড্রয়েই পয়েন্টের খাতা খুলল। লেবাননকে হারাতে পারলে টেবিলে দ্বিতীয় স্থানে ওঠার সুযোগও ছিল দলের সামনে। তা পূরণ না হওয়ার কিছুটা হতাশা মোরসালিনের আছে, 'একটা গোল হয়েছে। আসলে আমাদের লক্ষ্য ড্র ছিল না, আমাদের মূল লক্ষ্য ছিল জেতা। আলহামদুলিলস্নাহ, ড্র হয়েছে, একটা পয়েন্ট এসেছে। আমাদের লক্ষ্য থাকবে পরবর্তীতে আমাদের আরও যে ম্যাচ আছে, সেগুলো সুন্দরভাবে অতিক্রম করা। দলের সবার ভালো চেষ্টা ছিল। যে কারণে আসলে আমরা লেবানন বাধা পেরুতে পেরেছি।'

গত সাফ চ্যাম্পিয়নশিপেও দূরপালস্নার শটে গোল করেছিলেন মোরসালিন। লেবানন ম্যাচেও করলেন। জানালেন, প্রতিটি গোলই তার কাছে গুরুত্বপূর্ণ, 'আমার জন্য প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ। যেহেতু লেবাননের বিপক্ষে আমরা আগে গোল হজম করেছিলাম, তাই ম্যাচ ফেরার গোলটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। নিজের গোল নিয়ে আমি অবশ্যই সন্তুষ্ট; তবে আরও বেশি সন্তুষ্ট দলের সবাই এফোর্ট দেওয়ায়। আমাদের মানসিকতা এমন ছিল যে কোনো মুহূর্তে আমরা গোল খেতে পারি, কিন্তু এর আগেও আমরা দেখিয়েছি ঘুরে দাঁড়াতে পারি, তো আমাদের ওই আত্মবিশ্বাস ছিল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে