সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

দুই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি এক পয়েন্ট

ক্রীড়া প্রতিবেদক
  ২৩ নভেম্বর ২০২৩, ০০:০০

বিশ্বকাপের বাছাই পর্বে মঙ্গলবার লেবাননের সঙ্গে ১-১ গোলের ড্র করে পয়েন্টের খাতা খুলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এখন পর্যন্ত বাছাই পর্বে (দ্বিতীয় রাউন্ড) দুই ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়ারা। প্রতিপক্ষ কঠিন হলেও দুই ম্যাচেই লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। এ বছরের মতো আপাতত বাছাই পর্বের লড়াই শেষ। পরবর্তী ম্যাচ আগামী বছর (২০২৪ সালে) মার্চে ফিলিস্তিনের বিপক্ষে। সেই ম্যাচে আরও ভালো কিছু করার লক্ষ্য বাংলাদেশ দলের।

গত সাফ চ্যাম্পিয়নশিপ থেকেই বদলে যাওয়া এক বাংলাদেশকে দেখা যাচ্ছে। হারার আগে হার না মানার লড়াকু মনোভব জামালদের। যেটার কারিগর জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে আই গ্রম্নপে যাদের বিপক্ষে লড়াই করতে হচ্ছে বাংলাদেশকে তারা সবাইর্ যাংকিংয়ে অনেক এগিয়ে। ফিফা র?্যাংকিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৩তম। অন্যদিকে বাছাইপর্বে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ হিসেবে থাকা অস্ট্রেলিয়ার র?্যাংকিং ২৭,ফিলিস্তিনের ৯৬ এবং লেবাননের ১০৪। গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাছাইপর্বের প্রথম ম্যাচটি খেলেছে বাংলাদেশ। এ্যাওয়ে ম্যাচে শক্তিধর অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করেও ৭-০ গোলে হেরে যান মোরসালিন-বিশ্বনাথরা। তবে আত্মবিশ্বাস ছিল ঘরের মাঠে লেবাননের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেয়ার।র্ যাংকিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবানন। অথচ জামালরা চাচ্ছিলেন পূর্ণ পয়েন্ট। লড়াইটাও যে সে লক্ষ্যেই করেছিলেন সেটি ম্যাচেই স্পষ্ট। পুরো ৯০ মিনিট লেবাননের চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ দল। গোল হজমের মাত্র ৫ মিনিটের মধ্যেই গোল করে ম্যাচে প্রত্যাবর্তনের দারুণ গল্প লিখে বাংলাদেশ। আর সেই গল্পের লেখক তরুণ ফরোয়ার্ড মোরসালিন। পরবর্তী ম্যাচে আরও ভালো খেলার লক্ষ্য বাংলাদেশের। পরের ম্যাচ ২০২৪ সালের ২১ মার্চ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন। ২৬ মার্চ হবে ফিলিস্তিনের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ। ২০২৪ সালের ৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। ১১ জুন লেবাননের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে