বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

বিশ্বকাপ বাছাই পর্বে মাত্র ১০ রানেই অলআউট!

ক্রীড়া ডেস্ক
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বিশ্বকাপ বাছাই পর্বে মাত্র ১০ রানেই অলআউট!

আগামী টি২০ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্ব চলছে। এশিয়া কোয়ালিফায়ার 'এ'র ম্যাচে মুখোমুখি হয়েছিল মঙ্গোলিয়া ও সিঙ্গাপুর। সেই ম্যাচে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার বিশ্বরেকর্ড ছুঁয়েছে মঙ্গোলিয়া।

টি২০-এর ইতিহাসে এটিই সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড। তবে মঙ্গোলিয়া এককভাবে রেকর্ডটির মালিক হতে পারেনি। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে আইলস অব ম্যানও ১০ রানে অলআউট হয়েছিল। সেই রেকর্ডেও ভাগ বসাল মঙ্গোলিয়া। গত মে মাসেই জাপানের বিপক্ষে ১২ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছিল মঙ্গোলিয়া। এবার আরও একটি লজ্জার রেকর্ড গড়ল মঙ্গোলিয়া। সিঙ্গাপুরের কাছে মাত্র ১০ রানে অলআউট হয়েছে পূর্ব এশিয়ার দেশটি। আন্তর্জাতিক টি২০তে এটাই যৌথভাবে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে, স্পেনের বিপক্ষে ১০ রানে অলআউট হয় আইল অব ম্যান।

বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের বাছাই পর্বে (এশিয়া 'এ') গতকাল মঙ্গোলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে সিঙ্গাপুর। মালয়েশিয়ার বাঞ্জিতে অনুষ্ঠিত এই ম্যাচে শূন্য রানে আউট হন মঙ্গোলিয়ার ৫ ব্যাটার। সর্বোচ্চ ২ রান করেছেন গান্দেম্বেরেল গানবোল্ড ও জোলজাভখলান শুরেন্তসেতসেগ। ১ রান এসেছে সানচির নাতসাগদোর্জ, সোদবিলেগ গান্তুলগা, লুওসানজুন্দুই এরদেনেবুলগান এনখবাতবাতখুয়াগ। এছাড়া অতিরিক্ত থেকে এসেছে দুই রান।

সিঙ্গাপুরের হয়ে ৪ ওভারে ২ মেডেনসহ ৩ রান দিয়ে ৬ উইকেট নেন হার্শা ভারদ্বাজ। আন্তর্জাতিক টি২০তে যা দ্বিতীয়-সেরা বোলিং ফিগার। ১৭ বছর বয়সি এই লেগ স্পিনার প্রথম ওভারেই নেন দুই উইকেট। ছয় উইকেটের মধ্যে পাঁচ উইকেট তিনি শিকার করেন পাওয়ার পেস্নর ভেতর। তার তোপে পরে ১০ ওভারেই গুটিয়ে যায় মঙ্গোলিয়া। ১১ রানের লক্ষ্য মাত্র ৫ বলেই পেরিয়ে যায় সিঙ্গাপুর। যদিও প্রথম বলেই হারাতে হয় উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে