সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শরিফুলের আগুনে বোলিংয়ে রূপগঞ্জের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক
  ০৫ মার্চ ২০২৫, ০০:০০
শরিফুলের আগুনে বোলিংয়ে রূপগঞ্জের বড় জয়
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে মঙ্গলবার গাজী গ্রম্নপ ক্রিকেটার্সের বিপক্ষে উইকেট পাওয়ায় শরিফুল ইসলামকে ঘিরে লিজেন্ডস অব রূপগঞ্জের সতীর্থদের উচ্ছ্বাস -ওয়েবসাইট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগে কিছুটা ছন্দহীন ছিলেন পেসার শরিফুল ইসলাম। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির জাতীয় দলে তার সুযোগ হয়নি। তবে এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন শরিফুল। বিপিএলের দারুণ পারফরম্যান্স ধরে রেখে ঢাকা লিগের শুরুর ম্যাচেই আলো ছড়িয়েছেন। মঙ্গলবার তার গতি ঝড়ে পরাস্ত হয়ে গাজী গ্রম্নপ ক্রিকেটার্স ৯৩ রানে অলআউট হয়েছে। সেই লক্ষ্যটা আবার কোনো উইকেট না হারিয়ে পার করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৪ রানে ৪ উইকেট নিয়ে গাজীর ব্যাটিং লাইন গুঁড়িয়ে দেওয়া শরিফুল ছিলেন ম্যাচসেরা।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির অধিনায়ক আকবর আলী ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গাজী গ্রম্নপ ক্রিকেটার্সকে। তার পর শরিফুল ইসলাম ও তানভীর ইসলামের বোলিং তোপে ৯৩ রানে অলআউট হয় তারা। ৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার সাইফ হাসান ও তানজীদ হাসান তামিম মিলে অবিচ্ছিন্ন ৯৭ রানের জুটি গড়ে মাত্র ১৩.৫ ওভারে ১০ উইকেট জয় নিশ্চিত করেছেন। সাইফ ৩৮ বলে খেলেছেন ২৭ রানের ইনিংস। অন্যদিকে তানজিদ তামিম খেলেছেন ৪৬ বলে ৬৫ রানের ইনিংস।

প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট এনামুল হক। তিন বল পর একইভাবে আউট সালমান হোসেন। শরিফুল ইসলামের পরের ওভারে সুইং বোলিংয়ের জবাব দিতে ব্যর্থ আমিনুল ইসলাম, শেখ পারভেজ রহমান। তিন ওভারের মধ্যে ড্রেসিং রুমে গাজী গ্রম্নপ ক্রিকেটার্সের ব্যাটিংয়ের অর্ধেক।

তানজিম হাসানও উইকেট শিকারে যোগ দিলে ইনিংসের ২২ বলের মধ্যে মাত্র ৪ রানে পড়ে যায় গাজী গ্রম্নপের ৬ উইকেট। এমন বাজে শুরুর পর বিব্রতকর রেকর্ডের শঙ্কায় পড়ে তারা। শেষ পর্যন্ত সেই তোতো স্বাদ না পেলেও লিজেন্ডস অব রূপগঞ্জের সহজ জয় ঠেকাতে পারেনি এনামুলের নেতৃত্বাধীন দল।

বিকেএসপির ৩ নম্বর মাঠে গাজী গ্রম্নপকে ১০ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করল তারকায় ঠাসা রূপগঞ্জ। ৯৪ রানের লক্ষ্য ছুঁতে মাত্র ১৩.৫ ওভার লাগে দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসানের। নতুন বলে গাজী গ্রম্নপের ব্যাটিং লন্ডভন্ড করে দেওয়া শরিফুল মাত্র ১৪ রানে নেন ৪ উইকেট। তার ১০ ওভারে মেডেন ছিল তিনটি। বাঁহাতি পেসারের এই পেসারের ৬০ বলের মধ্যে ৫০টি থেকে কোনো রান নিতে পারেনি গাজী গ্রম্নপ।

এরআগে টস জিতে গাজী গ্রম্নপকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রূপগঞ্জ অধিনায়ক আকবর আলি। প্রথম বলেই শরিফুলের ভেতরে ঢোকা ডেলিভারিতে পরাস্ত এনামুল। বল আকবরের গস্নাভসে জমা পড়তেই আঙুল তুলে দেন আম্পায়ার। সিদ্ধান্তে হতবাক এনামুল বেশ কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন। রিপেস্নতেও শতভাগ নিশ্চিত হওয়ার উপায় ছিল না আদৌ ব্যাটে লেগেছে কিনা বল।

ওভারের পঞ্চম বলে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে কিপারের কাছেই ধরা পড়েন সালমান। পরের ওভারে ফের শরিফুলের ভেতরে ঢোকানো ডেলিভারি। এবার তিন বলের মধ্যে বোল্ড আমিনুল ও পারভেজ। স্টাম্প এলোমেলো হওয়ার পর আমিনুল যেন বুঝতেই পারেননি কীভাবে ভেতরে ঢুকল বল।

মাঝে সৌম্য সরকারের সরাসরি থ্রোয়ে রানআউট হন সাদিকুর রহমান। শামসুর রহমানকে বোল্ড করেন তানজিম। গাজী গ্রম্নপের প্রথম ছয় ব্যাটসম্যানের কেউই ২ রানের বেশি করতে পারেননি। রানের খাতাই খুলতে পারেননি তিনজন।

প্রথম দুই ওভারে ৪ উইকেট নেওয়ার পর আর ভাগ্য পাশে পাননি শরিফুল। তার নবম ওভারে মিড অন ও লং অনের মাঝামাঝিতে ক্যাচ দেন আব্দুল গাফফার সাকলাইন। কিছুটা পিছিয়ে কাছাকাছি গেলেও ক্যাচ নিতে পারেননি সাইফ। সুযোগ এলেও ৫ উইকেট না পাওয়ায় আক্ষেপ রাখছেন না শরিফুল। ইনিংস বিরতিতে টি স্পোর্টসে প্রতিক্রিয়ায় তিনি বলেন, শুরুতেই বুঝতে পেরেছিলেন দিনটি তার।

যখন প্রথম ওভারে ২ উইকেট পেলাম, সৌম্য (সরকার) দাদা বলেছিলেন, ্তুএরকম দিন সবার আসে না। তোমার দিন, তুমি কাজে লাগাও।্থ সবাই এরকম কথা বলছিলেন। চেষ্টা করেছি তাদের কথামতো বোলিং করার।চ্

শরিফুলের শুরুর তোপের পর গাজী গ্রম্নপের ব্যাটিংয়ে হানা দেন তানভির ইসলাম। বাঁহাতি স্পিনে ২৩ রানে ৩ উইকেট নেন তিনি। ৯ নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন সাকলিন। এছাড়া তোফায়েল আহমেদ ২৬ ও ওয়াসি সিদ্দিকি ১৮ রান করলে কোনোমতে একশর কাছে যায় গাজী গ্রম্নপ।

ছোট লক্ষ্যে শুরুতেই ঝড় তোলেন তানজিদ। পাওয়ার পেস্নতে ৭৩ রান করে ফেলে রূপগঞ্জ। ৭ চারের সঙ্গে ২টি ছক্কা মেরে ৩২ বলে ফিফটি করেন বাঁহাতি ওপেনার। শেষ পর্যন্ত ৪৬ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন তানজিদ। আরেক ওপেনার সাইফ করেন ৩৮ বলে ২৭ রান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে