সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ইষ্টার্ন কেবলসের অভিনন্দন ও শুভেচ্ছা

নতুনধারা
  ১৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

ব্যবসা, বাণিজ্য ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট ইষ্টার্ন কেবলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদকে 'মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০২২' প্রদান করেছে। উলেস্নখ্য, বৈদু্যতিক কেবলস উৎপাদনকারী রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি বিগত তিন অর্থবছরে প্রতিষ্ঠানে (২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১) ধারাবাহিকভাবে ১২.৪২, ১৬.৯২ ও ১২.২০ কোটি টাকা লোকসান হয়। এ অবস্থা হতে উত্তরণের লক্ষ্যে গত ১৮-০৫-২০২১ হতে প্রতিষ্ঠানটির নতুন ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কালাম আজাদকে দায়িত্ব প্রদান করা হয়। বর্তমান দক্ষ ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ বিশেষ করে বিএসইসি ও কোম্পানি বোর্ডের চেয়াম্যান মো. শহীদুল হক ভূঁঞার আন্তরিক সহযোগিতার ফলে প্রতিষ্ঠানটির সার্বিক অবস্থার পরিবর্তন হতে শুরু করে। ওভারহেড ব্যয় হ্রাস, জনবল সুষমীকরণ, প্রতিষ্ঠানের দীর্ঘদিনের পুরনো উৎপাদিত পণ্যের তালিকা প্রণয়ন ও বিক্রয়ের ব্যবস্থা, বিভিন্ন মিডিয়ায় পণ্যের ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা, সরকারি ও বেসরকারি দপ্তর-প্রতিষ্ঠানে অব্যাহতভাবে সরাসরি যোগাযোগ প্রভৃতি ব্যবসাবান্ধব কার্যক্রম শুরু করে। ফলস্বরূপ প্রতিষ্ঠানটি তিন বছর পর ২০২১-২২ অর্থবছরে লোকসান কাটিয়ে ০.৮৫ কোটি টাকা মুনাফা অর্জন ও রাষ্ট্রীয় কোষাগারে ১১.৩২ কোটি টাকা জমা প্রদানে সক্ষম হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে