শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে আমরা টেকনোলজিস

অর্থ-বাণিজ্য ডেস্ক
  ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রম্নয়ারি) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা টেকনোলজিসের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আমরা টেকনোলজিসের শেয়ারের ক্লোজিং দাম ছিল ৪০.৫০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়ায় ৩৬.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম ৪.২০ টাকা বা ১০.৩৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে আমরা টেকনোলজিস ডিএসইর সাপ্তাহিক দাম দাম কমার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দাম দাম কমার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্সু্যরেন্সের ১০.১৫ শতাংশ, ই-জেনারেশনের ৯.৯০, মেট্রো স্পিনিংয়ের ৭.৫৮, বসুন্ধরা পেপারের ৭.১৪, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সু্যরেন্সের ৬.১৮, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫.৫৪, সন্ধানী লাইফ ইন্সু্যরেন্সের ৫.১৮, বিকন ফার্মার ৪.৯৬ এবং মেঘনা লাইফ ইন্সু্যরেন্সের ৪.৯১ শতাংশ কমেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে