সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সাথে সোনালী ব্যাংকের চুক্তি

নতুনধারা
  ২১ মার্চ ২০২৩, ০০:০০

দ্বৈত নাগরিকত্ব এবং স্পেন গমনেচ্ছুদের পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইন আবেদনের সরকার নির্ধারিত ফি- চার্জ সোনালী ব্যাংক লিমিটেডের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান। গত ২০ মার্চ, সোমবার বাংলাদেশ সচিবালস্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান এবং সুরক্ষা সেবা বিভাগের পক্ষে যুগ্ম সচিব দিলসাদ বেগম। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান, সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আলীমুন রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে