সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

যাযাদি রিপোর্ট
  ০৩ আগস্ট ২০২৩, ০০:০০

শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে। বুধবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শুরু হয় শেয়ারবাজারের লেনদেন, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। এ দিন শেয়ারবাজার দু'টি বাদে সব সূচক বেড়েছে। টাকার পরিমাণে লেনদেনও আগের কার্যদিবস থেকে বেড়েছে।

স্টক এক্সঞ্জের সূত্র মতে, গতকাল প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪.২২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৩৪২.৯৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ্‌ সূচক ১.৯৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৫.৮৩ পয়েন্টে এবং দুই হাজার ১৬০.৯৫ পয়েন্টে।

ডিএসইতে এদিন ৩২৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৮টির বা ২৩.৭১ শতাংশের। এছাড়া দর কমেছে ৮৭টির বা ২৬.৪৪ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৭০টির বা ৪৯.৮৪ শতাংশের।

গতকাল ডিএসইতে ৬৩৯ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৯২ কোটি ৭০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- জেএমআই হসপিটাল, ফু-ওয়াং ফুড, সি পার্ল বীচ, বিএসসি, খান ব্রাদার্স পিপি, জেমিনী সি ফুড, ডেল্টা লাইফ ইন্সু্যরেন্স, কন্টিনেন্টাল ইন্সু্যরেন্স, মেট্রো স্পিনিং ও  এমারেল্ড অয়েল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- সিভিওপিআরএল, লিব্রা ইনফিউশন, জিকিউ বলপেন, সি পার্ল বিচ, মেট্রো স্পিনিং, জেনারেশন নেক্সট, এমারেল্ড অয়েল, প্রগতী লাইফ ইন্সু্যরেন্স, ইস্টার্ন ক্যাবলস ও স্ট্যান্ডার্ড সিরামিক। দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সু্যরেন্স, জনতা ইন্সু্যরেন্স, এক্সপ্রেস ইন্সু্যরেন্স, রূপালী ব্যাংক, দেশ জেনারেল ইন্সু্যরেন্স,  মার্কেন্টাইল ইসলামি ডেল্টা লাইফ ইন্সু্যরেন্স, জুট স্পিনার্স, নিটল ইন্সু্যরেন্স ও রূপালী লাইফ ইন্সু্যরেন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে