রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের শিক্ষানবিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ

নতুনধারা
  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

গত ৩ সেপ্টেম্বর ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ১৬ দিনব্যাপী ঋড়ঁহফধঃরড়হ ঈড়ঁৎংব ভড়ৎ চৎড়নধঃরড়হধৎু ঙভভরপবৎ (ণবধৎ-২০২২): ঋড়ৎবরমহ ঞৎধফব ঋরহধহপব, ঙঢ়বৎধঃরড়হং ্‌ জরংশ গধহধমবসবহঃ গড়ফঁষব (১ংঃ ইধঃপয) শীর্ষক কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়। ওই কোর্সে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে ৩৩ জন শিক্ষানবিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেহমুদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও ভিপি শাহ্‌ সৈয়দ রাফিউল বারী। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে