রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে লংকাবাংলার বৃক্ষরোপণ কার্যক্রম

নতুনধারা
  ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

রাজশাহী সিটি করপোরেশনের সহযোগিতায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান (লিটন) ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ারের সম্মিলিত অংশগ্রহণে রাজশাহী নগরীর শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমানবন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়। রাজশাহী শহরের সবুজায়ন, দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই লংকাবাংলা ফাউন্ডেশন কর্তৃক এই বৃক্ষরোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। এরই ধারাবাহিকতায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী সিটি করপোরেশনকে প্রাথমিক পর্যায়ে ১২,৩১২টি বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয় যা নগরীর শহীদ এ.এইচ.এম. কামরুজ্জামান চত্বর থেকে শাহ মখদুম বিমানবন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন ও বনায়নের জন্য রোপণ করা হবে। পর্যায়ক্রমে সম্পূর্ণ ৮.৫ কিলোমিটার সড়কে এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারিত ও সম্পাদিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রকৃতি, পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন সেই স্বপ্নের 'সোনার বাংলাদেশ' গড়তে প্রত্যেককে অন্তত একটি গাছের চারা রোপণ করে তার যত্ন নেওয়া এবং বঙ্গবন্ধুর আদর্শে স্বপ্নের 'সোনার বাংলাদেশ' বিনির্মাণে সবাইকে সবুজায়ন উদ্যোগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসযোগ্য আবাসভূমি গড়ে তুলতে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। ভূমি ক্ষয়রোধ, ফল উৎপাদন, দীর্ঘমেয়াদি পরিবেশের ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির পরিচলন করে আসছে। বৃক্ষরোপণ অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের আওতাধীন ওয়ার্ড কাউন্সিলরগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-এর বোর্ড সেক্রেটারিয়েট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান- মোস্তফা কামাল, হেড অব করপোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস- মোহাম্মদ শোয়েব, হেড অব জেনারেল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেস (জিআইএস)- মোহাম্মদ হাবিব হায়দার, হেড অব ব্র্যান্ড, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স মো. রাজিউদ্দিন এবং রাজশাহী শাখা প্রধান মো. মহিবুল হাসান সজল এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে