শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ব্র্যাক ব্যাংক ও মোংলা বন্দরের মধ্যে চুক্তি

নতুনধারা
  ০৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
ব্র্যাক ব্যাংক ও মোংলা বন্দরের মধ্যে চুক্তি

পেমেন্ট গেটওয়ে সেবা দেওয়ার লক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সমুদ্রবন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। দেশের কোনো সরকারি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে ব্র্যাক ব্যাংকের এটিই প্রথম পেমেন্ট গেটওয়ে চুক্তি। এই অংশীদারিত্ব একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে সরকারের দৃঢ় প্রতিশ্রম্নতি প্রতিফলন, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী এবং ব্র্যাক ব্যাংক সাউথ জোনের সিনিয়র জোনাল হেড, তাহের হাসান আল মামুন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। দুই জানুয়ারি ২০২৪ তারিখে বাগেরহাটের মোংলায় মোংলা বন্দর কার্যালয়ে এই চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এখন থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষ সহজেই বন্দর ব্যবহারকারীদের কাছ থেকে ওয়ান-স্টপ সেবা, জাহাজ পরিচালনা, কন্টেইনার ব্যবস্থাপনা, যান্ত্রিক সুবিধা, নিয়োগ, খনিজ পানি ইত্যাদি সেবার বিনিময়ে প্রাপ্ত পেমেন্টগুলো নিতে পারবে। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে