শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​নাচোলে ভিক্ষুক থাকবে না: জেলা প্রশাসক

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  ১৫ জানুয়ারি ২০২১, ১৯:২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ভিক্ষুক থাকবে না বলে ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।

শুক্রবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলা পরিষদ চত্বরে সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণের সময় তিনি এ ঘোষণা দেন।

জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে পর্যায়ক্রমে কেউ গৃহহীন থাকবে না সেই সাথে ভিক্ষুক রবে না। ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সারা দেশের ন্যায় নাচোলেও পর্যায়ক্রমে ভিক্ষুকদের তালিকা করে সরকারের বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, ভিক্ষুকদের তালিকা মোতাবেক ছাগল প্রদান করা হচ্ছে সে পরিবারগুলো মনিটরিং রাখতে হবে।

নাচোল উপজেলা সমাজসেবা অফিসার আল-গালিব জানান, নাচোল ইউনিয়নের তালিকাভুক্ত ১০ জন ভিক্ষুকের মধ্যে ৬ জনের প্রত্যেককে ২টি করে মোট ১২টি ছাগল প্রদান করা হয়েছে। বাকি ৪জনকে পরবর্তীতে দেওয়া হবে।

ছাগল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মনজুরুল হাফিজ ভিক্ষুকদের মাঝে ছাগলগুলো প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহমেদ, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে