শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে ভূমি-গৃহহীন ২৭২ পরিবারকে ঘর হস্তান্তর

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৩৮

মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে ভূমি ও গৃহহীন ২৭২ পরিবারকে জমিসহ পাকা ঘর উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে জমির দলিল ও সেমিপাকা ঘর সংক্রান্ত কাগজপত্রের ফোল্ডার হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

এর আগে সারা দেশে গৃহহীনদেরকে দেয়া ৬৯হাজার ৮শ ৪টি পাকা ঘর সংক্রান্ত কাগজ পত্রের ফোল্ডার বিতরণ গণভবন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় ভার্চুয়ালভাবে যুক্ত হয়ে সুন্দরগঞ্জ উপজেলায়ও ২৭২ গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আল-মারুফ এর সভাপতিত্বে ঘর বিতরণকালে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, নবনির্বাচিত পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা প্রকৌশলী আবুল মনছুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা ও এসআই সেলিম রেজা প্রমূখ। শেষে অতিথিবৃন্দ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিলসহ অন্যান্য নথিপত্র সংক্রান্ত ফোল্ডার হস্তান্তর করেন।

অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে ৭৩, সোরারায় ৯, সর্বানন্দে ৩৬, শান্তিরামে ৪২, রামজীবনে ৫৭, ধোপাডাঙ্গায় ১৮, কঞ্চিবাড়ী ২৭, শ্রীপুরে ৬ ও সুন্দরগঞ্জ পৌরসভায় ৪ পরিবার। ২৭২ গৃহ নির্মাণে ৪কোটি ৭৬লাখ টাকা বরাদ্দ। প্রত্যেক গৃহ নির্মাণে ব্যয় হবে পরিবহন খরচসহ ১ লাখ ৭৫ হাজার টাকা।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে