শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীতে আইন প্রয়োগ ও বাস্তবায়ন শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৭

দিনাজপুরের ফুলবাড়ীতে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ এর বিধিমালা ২০১৩ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারে উদ্বুদ্ধকরণ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা সভাকক্ষে দিনাজপুর পাট অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

পাটজাত মোড়ক ব্যবহার উদ্বুদ্ধকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে ও দিনাজপুর পাট উন্নয়ন কর্মকতা দ্বিলিপ কুমার মালাকার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের যুগ্ন সচিব এসএম আরশাদ ইমাম।

উদ্বুদ্ধকরণ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি কানিজ আফরোজ, উপজেলা কৃষি কর্মকতা রুম্মান আক্তার, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশারফ হোসেন। এসময় দিনাজপুর পাট অধিদপ্তরের উপসহকারী কর্মকতা অভিজিৎ চন্দ্র দাস, পাট উন্নয়ন সহকারী শহিদুল ইসলামসহ পাট চাষী ও ব্যাবসায়ীগণ উপস্থিত ছিলেন।

সভায় পণ্য বেচা-কেনায় পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিত করা ও পাট উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করার আহবান জানানো হয়।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে