বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

​সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতিমালা সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
  ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:০১
​সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতিমালা সমস্যা, সম্ভাবনা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতিমালা-২০০৯ সমস্যা, সম্ভাবনা ও মৎস্যজীবীদের পক্ষে সাংবাদিক ও সুশীল সমাজের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। হিতামপুর মহিলা মৎস্যজীবী সমিতির সভাপতি বন্দনা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, উপজেলা ভূমি কমিটির সভাপতি অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, উত্তরণ অপ্রতিরোধ্য প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন, সহকারী প্রকল্প সমন্বয়কারী বিলকিস খাতুন, উত্তরণের সেন্টার ম্যানেজার মাহফুজা সুলতানা ও নাজমুল বাশার সহ গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ প্রতিনিধি ও মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে