শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধনবাড়ীতে বিনাধান-১৬ মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠিত

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৭ অক্টোবর ২০২১, ১৪:১৩

বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প মেয়াদী আমন ধানের জাত বিনা ধান- ১৬ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি গ্রামে মাঠ দিবস ও ফসল কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিনা জামালপুর উপকেন্দ্রের আয়োজনে গত (২৬ অক্টোবর) মঙ্গলবার বিকালে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি উত্তরপাড়া গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উপকেন্দ্র জামালপুরের অয়োজনে ও ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি উত্তরপাড়া গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

জামালপুর বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আকরামের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা খান জাহান আলী।

আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম, বিনা ময়মনসিংহের বোর্ড অব ম্যানেজম্যান্ট সদস্য মীর ফারুক আহমাদ, ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাজেদুল ইসলাম, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী, মুশুদ্দি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ছোহরাব উদ্দিন মাষ্টার, কৃষক জমির উদ্দিন, ফিরোজ আহমেদ সহ অন্যান্যরা।

এ সময় ধনবাড়ী উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন, ফরিদ আহমেদ সহ এলাকার সকল কৃষক ও কৃষানীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তারা বিনাধান ১৬ এর সফলতা তুলে ধরে আলোচনা করেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে