শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​ শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহসিন বিজয়ী

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২১, ১১:৫৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো: মহসিন মিয়া ৫৯৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক পেয়েছেন ৫৫৩২ ভোট ৷ আরেক স্বতন্ত্র প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমেদ পেয়েছেন ২২১ ভোট ৷

ভোট চলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ শ্রীমঙ্গল পৌর নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ৷ আর এতে সাধারণ ভোটাররা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসেন প্রতিটি কেন্দ্রে ৷ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ৷ প্রথম ইভিএম এ ভোট দিতে পেড়ে সবাই খুশি ৷

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৩ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক ৷ এ ছাড়া প্রায় ২ যুগ সময় ধরে মেয়র পদে থাকা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বর্তমান মেয়র মো: মহসিন মিয়া এবং মোবাইল প্রতীক নিয়ে আরেক স্বতন্ত্র প্রার্থী শেখ আছাদ উদ্দিন আহমেদ।

মেয়র পদ ছাড়াও কাউন্সিলর পদে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

বিজয়ী সাধারণ কাউন্সিলরা হচ্ছেন ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: আলকাছ মিয়া ৭১৮ভোট, ২নং ওয়ার্ডে মো: আব্দুল জব্বার আজাদ ৮৮৬ ভোট, ৩নং ওয়ার্ডে হানিফ চৌধুরী ৮৩১ ভোট, ৪নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্ধতায় বিজয়ী হয়েছেন মো: জাহাঙ্গীর আলম সোহাগ, ৫নং ওয়ার্ডে মো: মসুদুর রহমান মসুদ ১০৭৫ ভোট ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী আব্দুল করিম ৭৯৪ ভোট, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মীর এম. এ সালাম ৬৫৯ ভোট, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. ছাদ উদ্দিন ৯৯৫ ভোট, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর চয়ন কুমার রায় ৩৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ৷

মহিলা কাউন্সিলর বিজয়ীরা হচ্ছেন ১, ২ ও ৩নং ওয়ার্ডে মোছা: তানিয়া আক্তার ১১৫২ ভোট, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে রোকেয়া পারভীন ২৯৭৩ ভোট ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে শারমিন জাহান ১৮৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ৷

নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন ৷ পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২০০৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০,২০৪জন এবং নারী ভোটার সংখ্যা ৯,৮৯৫ জন ৷ এর মধ্যে ভোট প্রদান করেছেন ১১,৭৭৩ জন, বাতিল হয়েছে ৩১ টি ভোট ৷

যাযাদি/এসএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে