শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​কালিহাতীর ১০ ইউপি নির্বাচনে আওয়ামী ৯, স্বতন্ত্র ১

কালিহাতী প্রতিনিধি
  ২৯ নভেম্বর ২০২১, ১৬:৪২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষে বিজয়ীদের নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগ ৯টি ও বিদ্রোহী ১ জন প্রার্থী বিজয়ী হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) ১০টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে ৯টি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসব মূখর পরিবেশে ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা পরিষদ হল রুমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তাগণ। এর আগে গত ১১ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলার পাইকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজাদ হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে উপজেলার ৯টি ইউপি নির্বাচনে বেসরকারীভাবে বিজয়ী হলেন –নাগবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাইয়ুম নৌকা প্রতীক নিয়ে ৮৩৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইথার হোসেন সিদ্দিকী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৮৫৩ ভোট।

নারান্দিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাসুদ তালুকদার নৌকা প্রতীক নিয়ে ৮২৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহর আলী পেয়েছেন ৭৭৩৫ ভোট।

দূর্গাপুর ইউনিয়নে সতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৭৭১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ মনোনীত এসএম আনোয়ার হোসেন পেয়েছেন ৫০৮১ ভোট।

কোকডহরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ নুরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৮৩২১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪৫১০ ভোট।

দশকিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ মালেক ভূঁইয়া নৌকা প্রতীক নিয়ে ৫১১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৪৮৩৯ ভোট।

সল্লা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল আলীম নৌকা প্রতীক নিয়ে ৬৭০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম আল মামুন পেয়েছেন ৬২৫৮ ভোট।

গোহালিয়াবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল হাই আকন্দ নৌকা প্রতীক নিয়ে ৯১৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মতিউল আলম তালুকদার চশমা প্রতীকে পেয়েছেন ৪৩৫৭ ভোট।

সহদেবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ মোখলেছুর রহমান খান নৌকা প্রতীক নিয়ে ১১২৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাসুদুর রহমান বালা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৯৭২ ভোট।

বল্লা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ নৌকা প্রতীক নিয়ে ১৪৯৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শুকুর মামুদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৯১২৩ ভোট।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে