শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাকসামে মরা গরুর মাংস বিক্রি, জরিমানা ও দোকান সিলগালা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
  ০১ ডিসেম্বর ২০২১, ১৯:১৩

কুমিল্লার লাকসামে মরা গরুর মাংস জব্দ করে দোকান সিলগালা করেছে ভ্রাম‍্যমান আদালত। ১ ডিসেম্বর (বুধবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম সাইফুল আলম ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিনের নেতৃত্বে লাকসাম দৌলতগঞ্জ নতুন দৈনিক বাজারের মাংস ব‍্যবসায়ী বিল্লালের মাংস দোকানে অভিযান চালিয়ে ফ্রিজে রক্ষিত একটি মৃত গরুর বিপুল পরিমাণ মাংস জব্দ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম‍্যাজিস্ট্রেট একেএম সাইফুল আলম।

এসময় মাংস ব‍্যবসায়ী বিল্লালকে দোকানে না পেয়ে কর্মচারী আবদুল জলিলকে পাঁচ হাজার জরিমানা করে দোকান সিলগালা করে দেয়া হয়। দোকান মালিক বিল্লাল ও কর্মচারী আবদুল জলিল পৌর এলাকার ভোজপাড়া গ্রামের বাসিন্দা বলে জানাযায়। এ ঘটনায় লাকসামে ব‍্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে