শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুক্তাগাছায় শীতার্তদের পাশে কম্বল নিয়ে ওয়ার্ল্ড ভিশন

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৪ জানুয়ারি ২০২২, ১৭:৩৫

মাঘের এ কনকনে শীতে শীতার্ত, দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন মুক্তাগাছা সাউথ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার দাওগাঁও ইউনিয়ন পরিষদে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতের মধ্যে সাউথ এপির শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাউথ এপির দাওগাঁও ইউনিয়নের প্রোগ্রাম অফিসার রাকিবুল ইসলাম জানান, অসহায়, অতিদরিদ্র, দুস্থ, বিধাব, প্রতিবন্ধি ছিন্নমূল মানুষের কথা চিন্তা করে এ কম্বল বিতরণ করা হয়েছে। এসব অসহায় মানুষদের শীতবস্ত্র দিয়ে তাদের মুখে হাসি ফুটাতে পেরে বেশ ভালো লাগছে। এমন আনন্দ ভাগাভাগি সত্যিই এক অন্যরকম অনুভূতি। তাদের কষ্ট কিছুটা লাঘব করা আমার জন্য অনেক আনন্দের বিষয়। আমরা পর্যাক্রমে অসহায় ও হতদরিদ্রদের মাঝে আরো শীতবস্ত্র বিতরণ করব।

এ সময় উপস্থিত ছিলেন, দাওগাঁও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খান, বিরাজ আলী, শাহাবুদ্দিন, নেওয়াজ আলী, সিরাজুল ইসলাম, হাসমত আলী, সংরক্ষিত মহিলা সদস্য নিলুফা, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে