নীলফামারী সদর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৪৫ জটিল বোগি পেলেন আর্থিক সহায়তা। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব রোগির মাঝে ২২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা
যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।
সদর উপজেলা সমাজসেবা দপ্তরে আয়োজনে অনুষ্ঠানে সভাপত্বি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। এসময় বক্তৃতা দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক নূর আলম প্রমুখ।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের চিকিৎসায় সরকারি সহায়তা হিসেবে প্রতি জনকে ৫০ হাজার করে প্রদান করা হয়েছে।
যাযাদি / এসএস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd