শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

​​​​​​​শুদ্ধাচার পুরস্কার পেলেন লক্ষ্মীপুর সদরের ইউএনও ইমরান

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ৩০ জুন ২০২২, ২১:১১

জাতীয় শুদ্ধাচার ২০২১-২০২২ উপলক্ষ্যে লক্ষ্মীপুর জেলার উপজেলার মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন শ্রেষ্ঠ অফিস প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসাবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট সনদ তুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া পারভীন, নূর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মেহের নিগারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা

জাতীয় শুদ্ধাচার ২০২১-২০২২ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিস প্রধান নির্বাচিত হওয়া পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, উপজেলা পর্যায়ের সবাইকে নিয়ে দলগতভাবে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরও বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরও বেশি উজাড় করে দিতে চাই

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে