জামালপুরের ইসলামপুরে যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৬ জুলাই) সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালী ও আলোচনা সভা ও সন্ধ্যা ৭টায় কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
উপজেলা যুব মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পৌর মেয়র আব্দুর কাদের শেখ।
উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুঁথীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ডাঃ শফিকুর রহমান শিবলী, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, উপ দপ্তর বিষয়ক সম্পাদক শ্রী অংকন কর্মকার, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারাহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, শহর আওয়ামীলীগের সভাপতি নারায়ন কর্মকার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলি।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd