শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ডিশ ওয়াশার মজুদের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
  ১০ আগস্ট ২০২২, ২১:৪২

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে ডিস ওয়াশার পাউডার মজুদ রাখার দায়ে এক ফ্যাক্টরী মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত আজ বুধবার বিকেলে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফ উল আরেফিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের উত্তর জাঙ্গাল গ্রামের জনৈক কামাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন

ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফ উল আরেফিন বলেন, অভিযানকালে ওই ফ্যাক্টরীতে থালা-বাসন পরিষ্কার করার মেয়াদোর্ত্তীন ডিশ ওয়াশার পাউডার পাওয়া যায় ওই ফ্যাক্টরীর কোন লাইসেন্স নেই এই ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ফ্যাক্টরীর মালিককে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয় তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন এবং তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে