রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় হিফজুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ১১ নভেম্বর ২০২৩, ১৯:৪৭

বাংলাদেশ হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) দিনব্যাপী উপজেলা সদর ঈদগাহে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ও আল্লামা আজহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলার ৩৬টি মাদরাসা থেকে পাঁচ পারা গ্রুপে ৯৭ জন, ১০ পারা গ্রুপে ৯৬ জন, ২০ পারা গ্রুপে ২২ জন, ৩০ পারা গ্রুপে ২৬ জন, অনূর্ধ্ব ১০ বছর গ্রুপে চারজনসহ সর্বমোট ২৪৫ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশ নেন।

এর মধ্যে পাঁচ পারা গ্রুপে ১০ জন, ১০ পারা গ্রুপে ১০ জন, ২০ পারা গ্রুপে ৭ জন, ৩০ পারা গ্রুপে ৭ জন, অনূর্ধ্ব ১০ বছর গ্রুপে চারজন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। এ ছাড়া সকল অংশগ্রহণকারীদের মাঝে সান্তনা মূলক পুরস্কার বিতরণ করা হয়।

বিচারক হিসেবে ছিলেন, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ ও হাফেজ মাওলানা আহমেদ উল্লাহ, সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা তৈয়বুর রহমান এবং সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।

পুরস্কার বিতরণ করেন কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক ও শহীদী মসজিদের মুতওয়াল্লি হযরত মাওলানা শাব্বির আহমাদ রশিদ দা.বা.।

আল্লামা আজহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা ওমর ফারুক এতে সভাপতিত্ব করেন।

সংগঠনটির সহ-সভাপতি মুফতি শফিকুল ইসলাম হবিগঞ্জী ও যুগ্ন সম্পাদক মাওলানা সাইফুল্লাহ তারেক এর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাও জাকারিয়া, সহ-সভাপতি হাফেজ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাও রুকুন উদ্দিন, সহসাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ শরিফুল ইসলাম প্রমুখ।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে