সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

মনোহরগঞ্জে বিজয় দিবস উদযাপন

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
  ১৬ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৭

কুমিল্লার মনোহরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর শনিবার সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রসাশন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, মনোহরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ (মনোহরগঞ্জ জোনাল অফিস), মনোহরগঞ্জ প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৮টায় মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজিজ, মনোহরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ হানিফ সরকার প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শাহআলম, উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুস, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ মোঃ আব্দুল মতিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার ও সাব-রেজিষ্টার নুরজাহান রহমান।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে