রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

সোনাগাজীতে দুই এমপি প্রার্থীর তিন সমর্থককে জরিমানা

সোনাগাজী প্রতিনিধি
  ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৭
আপডেট  : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৮

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সোনাগাজীতে দুই এমপি প্রার্থীর তিন সমর্থকের ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ ও চরচান্দিয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সোনাগাজী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী এ জরিমানা আদায় করেন।

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে মতিগঞ্জ ইউনিয়নে একাধিক ক্যাম্প স্থাপনের অভিযোগে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর মতিগঞ্জের সমর্থক দেলোয়ার হোসেনের তিন হাজার টাকা, বিধিবহির্ভূত আলোকসজ্জার অভিযোগে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী হাজী রহিম উল্যাহর চরচান্দিয়ার সমর্থক মো. ইয়াছিনের দুই হাজার টাকা এবং বিধিবহির্ভূতভাবে পোস্টার লাগানোর অভিযোগে হাফেজ আহমদের এক হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ভ্রাম্যান আদালতের বিচারক এসএম অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সুষ্ঠু নির্বাচনের সার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে