শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বারহাট্টায় নতুন বই পেল ২ লাখ ১৫ হাজার শিক্ষার্থী

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
  ০১ জানুয়ারি ২০২৪, ১৭:৫৩
বারহাট্টায় নতুন বই পেল ২ লাখ ১৫ হাজার শিক্ষার্থী

জাতীয় ভাবে বই উৎসবের দিন ১ জানুয়ারী (সোমবার) নেত্রকোণার উপজেলা এলাকার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিদ্যালয় ও মাদ্রাসাসমূহের ২ লাখ ১৫ হাজার শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। মাধ্যমিক স্তরের উপজেলা সদরের বারহাট্টা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী ফাহাদের হাতে নতুন বই তুলে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি কোমলমতি শিক্ষার্থীদের এই আনন্দ উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক সিরাজুল হক পাঠান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফেরদৌস আহমদ বাবুল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো: রুহুল আমীন, মো: আবু রায়হান খান, মো: আব্দুস সবুর মিয়া, মো: গোলাম মোস্তফা খান, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টির সহকারী শিক্ষক মুহাম্মদ মাহাবুব উল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ইউএনও ফারজানা আক্তার ববি প্রথমেই শিক্ষার্থীদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানান। পরে তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রস্তুতি নেওয়ার এখনই সময়। সুশিক্ষায় শিক্ষিত হতে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে আজকের শিশু শিক্ষার্থীদের। এ জন্য সবাইকে বইয়ের প্রতি সর্বোচ্চ মনযোগী হতে হবে।

উল্লেখ্য, বারহাট্টায় প্রাক প্রাথমিক স্তরে ৩ হাজার, প্রাথমিক স্তরে ১৫ হাজার ৫০০, মাধ্যমিক স্তরে ৯ হাজার ৮০০, দাখিল স্তরে ২ হাজার ৮৫০ ও এবতেদায়ী স্তরে ৫ হাজার ২৫০ জন শিক্ষার্থী রয়েছে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে