সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

জৈন্তা দারুছ ছুন্নাহ আলিম মাদ্রানায় বই উৎসব

জৈন্তাপুর থেকে মোঃইউসুফুর রহমান
  ০১ জানুয়ারি ২০২৪, ১৯:১৩
জৈন্তা দারুছ ছুন্নাহ আলিম মাদ্রানায় বই উৎসব

বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে সকল ছাত্র ছাত্রীদের হাতে পৌঁছে গেছে সম্পুর্ন বিনামূল্যে নতুন বই। সেই দ্বারাবাহিকতায় জৈন্তা দারুছ সুন্নাহ আলিম মাদ্রাসায় পালিত হয়েছে বই উৎসব।

সোমবার (১ জানুয়ারি) সাড়ে ১০ ঘটিকায় জৈন্তা দারুছ ছুন্নাহ আলিম মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে পালিত হয় বই উৎসব। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান চৌধুরী'র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রহমত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য কন্ট্রাক্টর নুরুল আমিন ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হায়দর আলী।

এ সময় বই উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগতিক বক্তব্য রাখেন জৈন্তা দারুছ ছুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ফয়জুর রহমান চৌধুরী।

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এ দেশের শিক্ষা ব্যবস্হা ও শিক্ষার্থীদের কালো অধ্যায়ের দিন পেছনে ফেলতে সক্ষম হয়েছে।

এক সময় বছরের শুরুতে নতুন বই হাতে পেতে মার্চ এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। এখন বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের হাতে বই পৌছে যাচ্ছে।

এ সময় বক্তব্যে অতিথিরা আরো বলেন, নতুন কারিকুলাম নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই। যুগের সাথে তাল মিলিয়ে ও উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে শিক্ষা ব্যবস্হায় নতুনত্ব আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বার্থনেষী মহল অপপ্রচার চালাচ্ছে তাতে কেউ কর্ণপাত না করার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী সমাজসেবক হাসানুল হক হুসনু, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের প্রেসক্লাবের সদস্য ইউসুফুর রহমান, মোঃ আশফাক উদ্দীন, অভিভাবক সদস্য সহ অন্যান্যরা।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে