রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনের দুই দিন আগে ভোটকেন্দ্রে আগুন

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  ০৫ জানুয়ারি ২০২৪, ১৭:৩৫

ফেনীর সোনাগাজীর একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেন্দ্রের একটি কক্ষের কিছু অংশ পুড়ে গেছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালের দিকে চর সহাভিকারী উচ্ছ বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে যেখানে আগুন লেগেছে সেখানে নির্বাচনের কোনও বুথ রাখা হয়নি বলে জানা গেছে। এ ছাড়া সেখানে এখন পর্যন্ত কোনও নির্বাচনি সরঞ্জামাদি পৌঁছায়নি।

জেলা রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার বলেন, স্কুল কমিটির দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে। আমরা খোঁজ নিচ্ছি। নির্বাচনের কেন্দ্র রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও বাড়ানো হয়েছে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আধা ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি জানান, ওই স্কুলে চারটি ভবন রয়েছে। শিক্ষক মিলনায়তনে আগুন দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে স্কুলের ডকুমেন্ট পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে। সেখানে এখনও কোনও নির্বাচনি সরঞ্জামাদি পৌঁছায়নি। নির্বাচনকে কেন্দ্র করে আগুনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে বিস্তারিত খোঁজ নেবেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে