শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

শরীয়তপুর-৩ আসনে চতুর্থ বারের মত এমপি হলেন নাহিম রাজ্জাক

কালাম সরদার, ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
  ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৩৬
আপডেট  : ০৮ জানুয়ারি ২০২৪, ১৩:২৭
শরীয়তপুর-৩ আসনে চতুর্থ বারের মত এমপি হলেন নাহিম রাজ্জাক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট) আসনে এবারও নির্বাচিত হয়েছেন নাহিম রাজ্জাক। তিনি টানা চতুর্থবারের মত বিজয়ী হয়েছেন। গতকাল রবিবার (৭ জানুয়ারি) রাতে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয় তাকে।

এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল হান্নান।

নৌকা মার্কার প্রতীক নিয়ে নাহিম রাজ্জাক পেয়েছেন ১ লক্ষ ৫৭ হাজার ২৫৩ ও তার নিকতম প্রার্থী আবদুল হান্নান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪১৯ ভোট।

শরীয়তপুর-৩ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। বাকি দুইজনের মধ্যে কাঃ হাঃ মাঃ মোঃ মাহদী হাসান মিনার প্রতিক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৮৮ ও ফুলের মালা প্রতিক নিয়ে মো সিরাজ চৌকিদার পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট।

এর আগে গতকাল রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই।

নাহিম রাজ্জাক ২০১২ সালে উপ নিবাচন, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন। তিনি জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আধুনিক শরীয়তপুরের রূপকার মরহুম আব্দুর রাজ্জাকের ছেলে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে