বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

ফরিদপুর-১ আসনে বিজয়ী হয়ে শিশুদের মুখে মিষ্টি তুলে দিলেন আব্দুর রহমান

সাইদা আক্তার ইমা,ফরিদপুর
  ০৯ জানুয়ারি ২০২৪, ১৯:৪১
ফরিদপুর-১ আসনে বিজয়ী হয়ে শিশুদের মুখে মিষ্টি তুলে দিলেন আব্দুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের মুখে মিষ্টি তুলে দিলেন ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনের আওয়ামী লীগ মনোনিত নব-নির্বাচিত সংসদ সদস্য মো: আব্দুর রহমান।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে তিন উপজেলার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নব-নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন তাঁর গ্রামের বাড়ি মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে। সেই সাথে মধুখালী উপজেলার কামালদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলি ও শিশু শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান তাঁকে। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়। এসময় কামালদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মুখে মিষ্টি তুলে দেন আব্দুর রহমান।

ফরিদপুর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মো: আব্দুর রহমান ১লাখ ২৩ হাজার ৩শ ৩১ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯শ ৮৯ জন ভোট।

এর আগে ফরিদপুর-১ আসনে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে টানা দুইবার সংসদ সদস্য ছিলেন আব্দুর রহমান। দুইবার এমপি হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আব্দুর রহমান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে