শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

নড়িয়ায় আওয়ামীলীগ নেতাকে পেটালেন সাবেক মেয়র, থানায় মামলা

শরীয়তপুর, নড়িয়া প্রতিনিধি
  ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:০৬
নড়িয়ায় আওয়ামীলীগ নেতাকে পেটালেন সাবেক মেয়র, থানায় মামলা

শরীয়তপুর নড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে পৌরসভা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক নাহিদ সরদারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম বাবু রাড়ীর বিরুদ্ধে।

গত ৭ জানুয়ারী সন্ধায় জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর নড়িয়া পৌরসভা ৮ নং ওয়ার্ড বাঘের বাড়ি প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে। এছাড়া ভুক্তভোগীর মটর সাইকেল পুড়িয়ে ফেলা এবং ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ রয়েছে। এঘটনায় গত ১১ জানুয়ারী বৃহস্পতিবার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাড়ীকে প্রধান আসামী করে আরও ৬ জনের বিরুদ্ধে নড়িয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল হোসেন।

আজ শনিবার ১৩ জানুয়ারী নড়িয়া পৌরভবনে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী নাহিদ সরদার বলেন, ‘গত পৌর নির্বাচনে আমি বর্তমান মেয়র আবুল কালাম আজাদের নির্বাচন করি। এঘটনায় সাবেক মেয়র বাবু রাড়ি পৌরসভা নির্বাচনের পরে আমাকে মেরে আমার পা ভেঙে দেন। পূর্ব আক্রোশের জেড়েই গত ৭ জানুয়ারী জাতীয় দাদশ সংসদ নির্বাচনের দিন আমাদের ভোট কেন্দ্র ভাগের বাড়ি স্কুলে বাবু রাড়ির নেতৃত্বে তার অন্যান্য ভাইরা আমার উপর অতর্কিত হামলা করে। হামলায় আমি গুরুতর আহত হয়ে জ্ঞান হারাই। তারা আমাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে আমার ব্যবহৃত মটর সাইকেল পুড়িয়ে ফেলে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেয়। এঘটনায় আইনগত প্রতিকার চেয়ে আমার বাবা বাদী হয়ে মামলা করেছেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলগের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম বাবু রাড়ী বলেন, ‘নির্বাচনের দিন সন্ধায় আমি ভাগের বাড়ি কেন্দ্র থেকে বের হচ্ছিলাম। এসময় নাহিদ সরদার ছেন নিয়ে আমার উপর হামলার চেষ্টা করে। ফলে স্থানীয়রা তাকে ধরে গনপিটুনি দেয়। আমার উপর হামলার চেষ্টা করায় আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।’

নড়িয়া থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।’

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে