রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু

নাটোর প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:২২
আপডেট  : ১৯ জানুয়ারি ২০২৪, ১৬:৪৩

নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মালেকা বেগম (৪৩) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ বাজারে ওই ঘটনা ঘটে। মালেকা ওই গ্রামের দিদার আলীর স্ত্রী। তিনি আগ্রাণ বাজারে একটি টং ঘরে চা বিক্রি করে সংসারের খরচ মেটাতেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, মালেকা বেগম সকালে মাছ বোঝাই গাড়ীতে পানি দেওয়ার জন্য পানির মোটররের সুইস দিতে গিয়ে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে