রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
  ২১ জানুয়ারি ২০২৪, ১৫:৪৪

শরীয়তপুর জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জাতীয় পুষ্টি পরিসেবা (এনএনএস) কর্তৃক আয়োজিত পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সকাল ১১টার সময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এনএনএস) প্রকৌশলী মোঃ নাজমুল আহসান, আন্তর্জাতিক প্রোগ্রাম অফিসার এস এম রফিকুল ইসলাম,

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক।

এছাড়াও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সুমন চৌধুরী, পূর্ব নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন খান, পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ: রহমান হাওলাদার, জাজিরা ডিগ্রী কলেজের অধ্যাপক স্বপন কুমার মন্ডল, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন স্কুলের শিক্ষকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান খাদ্যের সুষম পুষ্টিগুণ, স্বাস্থ্যের জন্য পরিমিত ক্যালরি গ্রহণ, গর্ভবতী মা ও নবজাতকের জন্য পুষ্টি ও পরিচর্যাসহ বিভিন্ন স্বাস্থ্যসম্মত পুষ্টি বিষয়ক আলোচনা করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে