রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সুবর্ণচরে ডেইরি খামারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সুবর্ণচর(নোয়াখালী)প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৪, ১৭:৫৬
সুবর্ণচরে ডেইরি খামারীদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সুবর্ণচরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি ও ননপিজি খামরীদের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সুবর্ণচর উপজেলা প্রাণীসম্পদ অফিসের হলরুমে (২২-২৩ জানুয়ারি)২দিন ব্যাপী এ প্রশিক্ষণ পরিচালনা করা হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪০ জন খামারী অংশগ্রহণ করে।

প্রশিক্ষণে বিভাগীয় পরিচালক,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ও ব্যাংক কর্মকর্তা প্রশিক্ষক হিসেবে দায়িত্বপালন করেন।

প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ে সুবর্ণচর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফখরুল ইসলাম বলেন, এই প্রশিক্ষণ প্রাপ্তির ফলে খামারীরা আধুনিক পদ্ধতিতে প্রাণি পালন, প্রাণিজাত পন্য উৎপাদন এবং এসব পন্য বিপণন ও বাজারজাত করণে প্রকৃত জ্ঞান অর্জন করে প্রকৃতভাবে লাভবান হতে পারবে। যার ফলে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব ও দারিদ্র্য দূরীকরণ সহজ হবে। প্রাণিজাত পুষ্টি আমিষের প্রাপ্ততা সহজলভ্য হবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে