রোববার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

স্বাধীনতার পর চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সফল জরায়ু অপারেশন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  ০৫ মে ২০২৪, ২০:০৫
স্বাধীনতার পর চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সফল জরায়ু অপারেশন

কুমিল্লার চৌদ্দগ্রামে স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম পঞ্চাশ বছর বয়সী এক নারীর সফল জরায়ু অপারেশন সম্পন্ন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এটিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে সেবার মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ও সচেতন মহল। রোববার (০৫ মে) দুুপুরে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু’র সার্বিক তত্বাবধানে, স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিওলজি) ডা. আবু মুহাম্মদ হাসান, গাইনি বিশেষজ্ঞ ডা. সালমা আক্তার এবং ডা. নাহিদ সুলতানার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন থিয়েটারে ৫০ বছর বয়সী এক রোগীর জরায়ুতে টিউমার সফলভাবে অপারেশন করা হয়েছে।

মেজর এ অপারেশনটিতে মেডিকেল টিমে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাহিদা আক্তার সহযোগিতায় ছিলেন। অপারেশন থিয়েটারে অন্যান্যের মধ্যে সহায়তা করেন স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টার্ফ নার্স শিপ্রা রানী শীল, সাবিয়া সুলতানা, ওটি বয় মোহাম্মদ উল্লাহ্। জটিল এ অপারেশনের পর রোগী সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জটিল জরায়ু টিউমার সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয়েছে। কৃতিত্বপূর্ণ এ অর্জনের অংশীদার হতে পেরে হাসপাতালের প্রধান কর্মকর্তা হিসেবে গর্ববোধ করছি। ভবিষ্যতেও স্বাস্থ্য কমপ্লেক্সে এমন জটিল অপারেশন সুবিধা গ্রহণ করতে পারবে সাধারণ রোগিরা।’ এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন। যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে