শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

৪০০ শিশুদের মাঝে শীতবস্ত বিতরণ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি
  ২৮ জানুয়ারি ২০২৪, ১৪:৫৩
৪০০ শিশুদের মাঝে শীতবস্ত বিতরণ

১৯৯০ সাল থেকে দরিদ্র ও পিছিয়ে পড়া জনগণের আর্থ সামাজিক উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের স্বনামধন্য এনজিও বাংলা -জার্মান সম্প্রীতি (বিজিএস) মাতারবাড়ী শাখা'র পক্ষ থেকে শীতের কাপড় ১টি, জুতা ১ জুড়া, মোজা ১ জুড়া ও মাথার টুপি ১টি করে শিশুদের মাঝে বিতরণ করা হয় ৷

বৃহস্পতিবার (২৫জানুয়ারী) সকাল ১০টায় ত্রাণ বিতরণ শুরু হয় ৷ অত্র এলাকার ১০ বছর বয়সী ৪০০ দরিদ্র শিশু ও শিশু শিক্ষার্থীদের মাঝে লাইফ ফ্রান্সের অর্থায়নে এ শীতকালীন বস্ত্র বিতরণ করা হয় ৷

ত্রাণ বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান আবু হাইদার, বিজিএস এর নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা, বিজিএস হেড অফিসের প্রোগ্রাম ম্যানেজার (SD & HA) খন্দকার হাবিবুল আরিফ, রিজিওনাল ম্যানেজার জাহাঙ্গীর আলম, এসিস্ট্যান্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, অত্র শাখার ব্যবস্থাপক রিগেন পাল এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, সাধারণ ও দরিদ্র পরিবারের পাশে বাংলা- জার্মান সম্প্রীতি (বিজিএস) যেভাবে এগিয়ে আসে তা সত্যি প্রশংসনীয়। সাধারণ মানুষের জন্য এই ত্রাণ কর্মসূচীর জন্য সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানাই । সামনে আরো সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে