বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ফেনী  প্রতিনিধি
  ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩
ফেনীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ফেনীতে ট্রেনের ধাক্কায় স্বপ্না রানী ভৌমিক নামে এক নারীর করুন মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে শহরতলীর সহদেবপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত স্বপ্না রানী স্থানীয় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাষ্টার পাড়াস্থ এএস টাওয়ারে স্বামী সরকারি কর্মকর্তা পরিমল ভৌমিক সহ ৩ সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন।রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী সুবর্ণা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় তাঁর।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮ টার দিকে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে এক নারীকে রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে বেঁচে আছে এমন ধারণা থেকে সিএনজি অটোরিকশার তুলে রেলওয়ে পুলিশ আসার আগেই তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, মাষ্টার পাড়ায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন স্বপ্না রানী। বাসার গৃহপরিচারিকাকে ডেকে আনতে সহদেবপুর এলাকায় গিয়েছিলেন তিনি। পরে স্থানীয় ব্যক্তিদের কাছে দূর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তাঁরা।এর আগেই সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও'র বরাত দিয়ে জরুরী বিভাগের চিকিৎসক ডা.রফিকুল ইসলাম বলেন, কয়েকজন অজ্ঞাত ব্যক্তি রেলের ধাক্কায় আহত এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন।এর পূর্বেই ওই নারীর মৃত্যু হয়। নিহতের শরীরে কয়েক জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর বিষয়টি বলেন,রেল আসার পূর্বেই ক্রসিংয়ের বেড়িয়ার পালানোর পরও ওই নারী দ্রুত রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা খেয়ে সেখানেই পড়ে যায়।পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে