বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

পরশুরামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২১
পরশুরামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পরশুরামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১০ টি মামলার ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ও আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন বেআইনি ভাবে পার্কিং করার অপরাধে এবং সিএনজি, ব্যাটারি চালিত টমটম রেখে যানচলাচলে বিঘ্ন সৃষ্টি করা, ডাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অর্থদন্ড ও আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা হাবিব শাপলা বলেন, অভিযান পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১০ টি মামলায় ৩৫ হাজার টাকা অর্থদণ্ড ও আদায় করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে