শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

নেছরাবাদ (স্বরূপকাঠি) প্রতিনিধি
  ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০২
বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

নেছরাবাদ উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের ৯৫ নং বালিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা স্মারক দেয়া হয়।

বিকেল ৫ টায় ঐ বিদ্যালয়ের ১০ জন বীর মুক্তিযোদ্ধা ও ১১ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের আনুষ্ঠানিক ভাবে সম্মাননা স্মারক প্রদান করেন বর্তমান বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষকগন স্বাধীনতা যুদ্ধ ও বিদ্যালয়ের স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁদের বক্তব্যে বর্তমান প্রজন্ম কে স্বাধীনতার মান সমুন্নত রেখে পড়াশোনার প্রতি মনোযোগী হ‌ওয়ার পরামর্শ দেন।

বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে মোঃ হেলাল উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, মোঃ সাদেক মিয়া, মোঃ আব্দুর রশিদ হাওলাদার, মোঃ ফজলুল হক, মোঃ আজিজুল হক, মোঃ আবু জাফর, মোঃ ফিরোজ কিবরিয়া, মোঃ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে বীর মুক্তিযোদ্ধা মোঃ ছাবেদ আলী মিয়া উপস্থিত থাকতে পারেননি।

শিক্ষকদের মধ্যে জাহানারা বেগম, নূরজাহান বেগম, মোঃ শাহজাহান মোল্লা, সুরেন্দ্র নাথ সুতার, মোঃ আব্দুল জব্বার, মোঃ আব্দুল জলিল, মোঃ বাদশা মিয়া উপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে মোঃ মোশাররফ হোসেন, শাহান আরা, মোঃ মোশারফ হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন উপস্থিত থাকতে পারেনি।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোল্লা খাইরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট জাকারিয়া খান স্বপন, বিশেষ অতিথি ৯ নং সুটিয়াকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুহুল আমিন অসীম, বালিহারী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন মিয়া, বালিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নূর হোসেন বাদল, বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন, বালিহারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদার, বালিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মোঃ হান্নান মিয়া (মিঠু), বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মেহেদী হাসান (সুইট)।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে